ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেবহাটায় ৫২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি‌পিস জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
দেবহাটায় ৫২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি‌পিস জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরার ‌দেবহাটা উপ‌জেলার কুলিয়া এলাকা থে‌কে ৫১ লাখ ৯২ হাজার ৬শ টাকা মূ‌ল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলা‌দে‌শের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২০ মার্চ) রাত ৮টার দি‌কে বি‌জি‌বির সাতক্ষীরা ৩৮ ব্যাটা‌লিয়‌নের জনসং‌যোগ কর্মকর্তার দফতর থে‌কে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

এ‌তে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপু‌রে ‌দেবহাটার কু‌লিয়া পাকা রাস্তার উপর থে‌কে ট্রাকভর্তি ৫১ লাখ ৯২ হাজার ৬শ টাকার মালামাল জব্দ করা হ‌য়ে‌ছে।


 
এসব মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নতমানের ২০০টি শাড়ি, ৮২৩ পিস থ্রিপিস, ১৭০ বোতল ফেন্সিডিল, ১৪৪ কেজি চা পাতা ও ২৫০ কেজি সুপারি।

তবে এ ঘটনায় বিজিবি কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।