ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. শাহ আলম বাংলানিউজকে জানান, দুপুরে অসুস্থ্য অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার একটি রশিদ লিখে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছিলেন।

ডা. মো. শাহ আলম বাংলানিউজকে জানান, তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ নেওয়ার জন্য আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে চিঠি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad