ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাখাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
লাখাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গিয়াস উদ্দিন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলা সিংহগ্রামে এ ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন সিংহ গ্রামের মারাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, লাখাই উপজেলার সিংহ গ্রামের লকুজ মিয়ার ছেলে বুরহান মিয়ার সঙ্গে একই গ্রামের গিয়াস উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে সন্ধ্যায় গিয়াস উদ্দিনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুরহান মিয়াসহ একদল লোক গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চৌধুরী মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুছা বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭.
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।