ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরা হলেন, আদর আলী, স্বপন মিয়া, জাহানারা অাক্তার, শাহজাহান মিয়া ও সোহেল।

স্থানীয়রা জানায়, আধিপাত্য বিস্তার নিয়ে ধরমন্ডল গ্রামের রিয়াজ উদ্দিন ও সিদ্দিক আলীর লোকজনের মধ্যে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দেননি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।