[x]
[x]
ঢাকা, বুধবার, ১২ বৈশাখ ১৪২৫, ২৫ এপ্রিল ২০১৮

bangla news

ময়মনসিংহে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২০ ৭:৩৩:৪৯ পিএম
 ময়মনসিংহে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন/ছবি: অনিক খান

ময়মনসিংহে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন/ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এভারেস্ট প্রোডাকশন রাগ লিমিটেড কার্পেট মিলের নারী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও নির্ধারিত মাসিক বেতনের দাবিতে মানববন্ধন করেছেন।

সোমবার (২০ মার্চ) সকালে ওই মিলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্রমিকরা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

মানববন্ধনে বলা হয়, অনেক দিন ধরেই মিলের নারী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও নির্ধারিত মাসিক বেতনের দাবি করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের কোন দাবি না মানায় গত ১৩ মার্চ তারা আন্দোলনে নামেন। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করলেও শেষ পর্যন্ত ‍মালিকপক্ষ দাবি পূরণ না করায় তারা পুনরায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa