ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শাহবাগে মাইক্রোবাসের ধাক্কায় আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
শাহবাগে মাইক্রোবাসের ধাক্কায় আহত ৫

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মা ও মেয়েসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রোকেয়া বেগম (৪৫), তার মেয়ে ফারহানা ইসলাম তৃষা।

জহিরুল ইসলাম, রিকশা চালক আলমগীর ও জাহিদুল ইসলাম।

পথচারীরা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

ঢামেক জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রিকশা চালক জাহিদুল ইসলাম ও তৃষার অবস্থা গুরুতর।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে উত্তেজিত জনতা মাইক্রোবাসে ভাংচুর চালায়। চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এজেডএস/আরআইএস/অারআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।