ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ২৭ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
ভোলায় ২৭ জেলে আটক

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৭ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. কুদ্দুসের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জালসহ জেলেদের আটক করে।

স‍ূত্র জানায়, ইলিশের অভায়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলার প্রশাসনের একটি টিম মেঘনায় অভিযানে চালায়।

এ সময় মেঘনা নদীর মির্জাকালু, হাকিমুদ্দিন, চরজহিরউদ্দিনসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবধৈভাবে ইলিশ ধরার অপরাধে ২৭ জেলেকে আটক করা হয়। এছাড়াও জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্ট ও বেহেন্দি জাল। পরে এসব জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।