ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে তিন যুবদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
সিরাজগঞ্জে তিন যুবদল নেতা কারাগারে

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের প্রচার সম্পাদকসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ মার্চ) বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যুবদল নেতারা হলেন- জেলা যুবদলের প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার মজিদ শেখের ছেলে নাসির শিকদার, জেলা যুবদলের সদস্য একই মহল্লার আব্দুল হান্নানের ছেলে ছালমান রহমান রুবেল ও লোকমান হোসেনের ছেলে যুবদল নেতা আনোয়ার পারভেজ।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ‍মার্চ ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।