ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তজুমদ্দিনের খাসেরহাট বাজারে আগুন, ৩৫ দোকান পুড়ে ছাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
তজুমদ্দিনের খাসেরহাট বাজারে আগুন, ৩৫ দোকান পুড়ে ছাই তজুমদ্দিনের খাসেরহাট বাজারে আগুন, ৩৫ দোকান পুড়ে ছাই-ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট বাজারে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার (২০ মার্চ) দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।

  খবর পেয়ে তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও ভোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ৩৫টি দোকান পুড়ে যায়।

এদিকে, খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহিন মণ্ডল বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ