ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আদিতমারীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা আদিতমারীতে সাংবাদিকের ওপর হামলা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন ওই সাংবাদিক।

এজাহার সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের রাস্তার পাশে লক্ষাধিক টাকার সাতটি গাছ কেটে ফেলেন স্থানীয় একটি চক্র।

এ বিষয়ে সংবাদ পরিবেশন করতে ঘটনাস্থলে যান দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার আদিতমারী প্রতিনিধি রেজাউল করিম রাজ্জাক।

বিষয়টি জানতে পেরে ওই চক্রের হোতা কমলাবাড়ি কুমড়িরহাট এলাকার স্কুল শিক্ষক মৃত মতিয়ার রহমানের ছেলে মাহবুবার রহমান বাবু সাংবাদিক রাজ্জাককে রোববার (১৯ মার্চ) সকালে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেন।

একই দিন বিকেলে সাংবাদিক রাজ্জাক বাড়ি থেকে প্রেসক্লাবের উদ্দেশে বের হলে মিলন এলাকায় গতিরোধ করে মোটারসাইকেলের তেলের লাইন খুলে আগুন ধরানোর চেষ্টা করে তারা। এসময় স্থানীয়রা এসে রাজ্জাককে উদ্ধার করেন।

এ ঘটনায় সাংবাদিক রাজ্জাক বাদী হয়ে-মাহবুবার রহমান বাবুকে আসামি করে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেন।
স্থানীয় আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন বাংলানিউজকে জানান, জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।