ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে ৫ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
শরীয়তপুরে ৫ জেলের কারাদণ্ড

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে ৫ জেলেকে কারাদণ্ডাদেশে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় এ দণ্ডাদেশ দেন।  

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রিগান বাংলানিউজকে জানান, কোস্টগার্ডের সহায়তায় বুধবার ভোরে ভেদরগগঞ্জের পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

এসময় জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়। এছাড়াও একটি ইঞ্জিন চালিত নৌকা ও তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে দুপুরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ২৮ দিন করে কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।