ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাতির নিচে অন্ধকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বাতির নিচে অন্ধকার নগর ভবনে টয়লেটের বেহাল দশা। ছবি: বাংলানিউজ

ঢাকা:  ওয়াশরুমে অপরিচ্ছন্ন বেসিন। উচ্ছিষ্ট খাবার পচে গন্ধ ছড়াচ্ছে এখানে ওখানে। আয়রণ জমে রঙই বদলে গেছে টয়লেটের। কতো দিন এগুলো পরিষ্কার করা হয়নি কে জানে!

সোমবার (১৩ মার্চ) প্রকৃতির ডাকে সাড়া দিতে নগরভবনের ওয়াশরুমে ঢুকতেই এমন বেহাল দশা চোখে পড়লো।

যারা নগর পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত তাদের নিজেদের নগর ভবনেই  টয়লেটের অবস্থা এমন? তাহলে সিটি কর্পোরেশনের আওতায় মহানগরীতে যেসব পাবলিক টয়লেট তৈরি হচ্ছে সেগুলোর অবস্থা কেমন হবে?নগর ভবনে টয়লেটের বেহাল দশা।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/tolet-inn120170314141019.jpg" style="width:100%" />এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে টয়লেট ব্যাবহারকারীদের ওপরই অপরিচ্ছন্নতার দায় চাপালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মো. সানাউল হক। বাংলানিউজকে তিনি বললেন, এ বিষয়টা আমি দেখাশোনা করি। নগর ভবনে বেসিনের বেহাল দশা।  ছবি: বাংলানিউজ
এখানে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন ৬০ জন কর্মী। আমাদের জনবলের কোন ঘাটতি নেই। তারা নিয়মিত পরিচ্ছন্নতার কাজ করেন। ব্যবহারকারী সচেতন না থাকার কারণেই এমনটি হয়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
জিএমএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।