ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রিজন ভ্যান ও কুমিল্লায় হামলা করে জঙ্গিবাদ সৃষ্টি করা যাবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
প্রিজন ভ্যান ও কুমিল্লায় হামলা করে জঙ্গিবাদ সৃষ্টি করা যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গাজীপুরের টঙ্গীতে প্রিজন ভ্যানে হামলা এবং কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর আক্রমণ চালিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে পারিনি, তবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। দেশের মানুষ একত্রে থাকলে আমরা আরও সাফল্য অর্জন করবো।

মঙ্গলবার (০৭ মার্চ) রাজশাহীর পবা থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করেছেন। সর্বপরি দেশের মানুষ এক ছিল।

যতদিন সাধারণ মানুষ এক থাকবেন ততদিন এদেশে জঙ্গি-সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মত দেন তিনি।

মুফতি হান্নানের সহযোগীকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলা ও কুমিল্লায় জঙ্গি আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশি ও আন্তর্জাতিক চক্রান্ত সবসময়ই ছিল। পরিস্থিতি অস্থিতিশীল করতে এমনটা করা হচ্ছে। তবে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব রাখা হবে না।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।