ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
রাজশাহীতে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতির মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে রনি (২৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে ভগ্নিপতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে মহানগরীর মতিহারের কাজলা কেডি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম বিপ্লব হোসেন (২৮)।

তিনি কাজলা এলাকার এরশাদ আলীর ছেলে। অভিযুক্ত রনির বাড়িও একই এলাকায়।

রনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। ঘটনার পর রনি পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। আট বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। এ বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, শুক্রবার বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া অভিযুক্ত রনিকেও আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।