ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে জাটকা নিধনের অপরাধে ৬ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
চাঁদপুরে জাটকা নিধনের অপরাধে ৬ জেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে ছয় জেলেকে এক বছর ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মইনউদ্দিন এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মো. দুলাল মিজি (৩০), আক্তার হোসেন (২১), সাহেব আলী (৩২), বশির ভ‍ূঁইয়া (২৭), মনির হোসেন (২৬), মো. শাহিদ উল্যাহ (২৮)।

তাদের সবার বাড়ি সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

ইউএনও আবু হাসনাত মো. মঈনউদ্দিন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হাইমচর নৌ-পুলিশ অভিযান চালিয়ে মেঘনা নদীতে জাটকা নিধন অবস্থায় ওই ছয় জেলেকে আটক করে।

পরে বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।