ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবহন শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
পরিবহন শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনে ছবি: ফাইল ফটো

ঢাকা: দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। মঙ্গলবারের (২৮ ফেব্রুয়ারি) মতো বুধবার (০১ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।  চলছে না কোনো দূরপাল্লার বাস।

বাসচালক জামির হোসেন ও এবং সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।


তাজুল ইসলাম মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টায় বাংলানিউজকে বলেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।


পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সারা দেশে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা।

**বুধবারও চলবে পরিবহন ধর্মঘট

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ