ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে ছুরিকাঘাতে ডিবির দুই সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
গোদাগাড়ীতে ছুরিকাঘাতে ডিবির দুই সদস্য আহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চালানোর সময় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য ছুরিকাহত হয়েছেন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ডিবি পুলিশের সদস্যরা হলেন, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্য আব্দুস সালাম (৫৫) ও ইসমাইল হোসেন (৩৩)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার বুজরুক রাজারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, দুর্বৃত্তদের আটক করতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।