ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় গৃহবধূর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ফতুল্লায় গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে রূপা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, তিন মাস আগে রংপুরের গার্মেন্টস শ্রমিক মাহাবুবুর রহমান প্রথম স্ত্রীকে তালাক দিয়ে রূপাকে বিয়ে করেন। এরপর তাকে নিয়ে মাহাবুব দেওভোগ নাগবাড়ির এবিএম তাসেরের ভাড়া বাসায় ওঠেন। তার পাশের একটি বাড়িতে মাহাবুবের বাবা-মা থাকেন। রূপার বিয়ের পর তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে রূপার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে মাহাবুব সকালে কাজে বেরিয়ে যান। বেলা সাড়ে ১১টায় রূপা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ একশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দেখে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।