ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বরিশালে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বিষয়ক কর্মশালা বরিশালে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বিষয়ক কর্মশালা

বরিশাল: বরিশালে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বিষয়ক ব্যবসায়ী প্রতিনিধিগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নগরের বান্দরোডস্থ হোটেল গ্রান্ডপার্কের সাউথ গেটবল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট খুলনার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

খুলনা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- খুলনার কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার ড. আ. মন্নান শিকদার।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সহকারী কমিশনার কাস্টমস মো. রেজাউল হক, যুগ্ন কর কমিশনার কাজী ফরিদ উদ্দিন ও বরিশাল চেম্বার্স অব কমার্স সহকারী পরিচালক আকতার হোসেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad