ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বদরগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

রংপুর: রংপুরের বদরগঞ্জে পলিথিন ব্যাগে চাল রাখার অপরাধে পাঁচ চাল ব্যবসায়ী ও মিষ্টির দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বদরগঞ্জ উপজেলার নির্বাহী কমকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি আবেদা গুলশান এ জরিমানা করেন।

অভিযানকালে অবৈধ পলিথিন ব্যাগে চাল রাখার অপরাধে চাল ব্যবসায়ী সঞ্জয় কুণ্ডুর ১৫শত টাকা, টুটুর সাহার এক হাজার টাকা, নিতাই সাহার এক হাজার টাকা, চিত্তরঞ্জনের এক হাজার টাকা, মিঠু সাহার এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাট উন্নয়ন কর্মকর্তা রংপুর মাহাবুবুল আলম বিশ্বাস, উপজেলা পাট কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮,২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।