ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁ থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
নওগাঁ থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ: নওগাঁর নিতপুর সীমান্ত এলাকা থেকে আবুল কালাম ও রাকিব নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ব্যাপারে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আবুল কালাম উপজেলার কালাইগ্রামের শহিদুর রহমানের ছেলে এবং রাকিব বটতলি গ্রামের মৃত ভোলার ছেলে।

বিএসএফ’র বরাত দিয়ে বিজিবি জানায়, ভোরে আবুল ও রাকিব গরু আনতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যান। এ সময় বিএসএফ’র একটি স্পেশাল টিম তাদের আটক করে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুপুরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।