ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালকিনিতে জাটকা বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
কালকিনিতে জাটকা বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

মাদারীপুর: মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে খোকন হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় খোকনের কাছ থেকে ৩১০ কেজি জাটকা জব্দ করে জেলা মৎস্য কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালকিনি উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মো. শরিফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত খোকনের বাড়ি বরিশালের হিজলা এলাকায়।

মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার শিকারঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে জাটকা বিক্রি হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল সাত্তার ওই বাজারে অভিযান চালান। এ সময় ৩১০ কেজি জাটকাসহ ব্যবসায়ী খোকনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খোকনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।