ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় পটকা মাছ খেয়ে ৩ জেলে অসুস্থ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
কলাপাড়ায় পটকা মাছ খেয়ে ৩ জেলে অসুস্থ

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পটকা মাছ খেয়ে তিন জেলে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গুরুতর অসুস্থ রাম দাস সরকার (৫০), প্রভাষ মণ্ডল (৩৫) ও প্রকাশ মণ্ডলকে (৩০) কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরার আশছলীর শউলা ইউনিয়নের মারিয়ালা গ্রামে।

তারা রামনাবাদ নদে টাইগার চিংড়িসহ বিভিন্ন শ্রেণীর মাছ শিকার করতেন।

অসুস্থদের স্বজন শ্যাম দাস সরকার বাংলানিউজকে জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাম দাসের জালে কয়েকটি পটকা মাছ ধরে পড়ে। তিনি মাছগুলো বাড়ি এনে রান্না করেন।   দুপুরে সেই মাছ খ‍াওয়ার পরে তিনিসহ ওই দু'জন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে মাথা ঝিমঝিম ও পরে প্রচণ্ড পেটে ব্যথার সঙ্গে পাতলা পায়খানা ও বমি শুরু হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাদের কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জে এইচ খান লেলীন বাংলানিউজকে জানান, এখন তারা শঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।