ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেয়র মীরু ও তার ভাই মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
মেয়র মীরু ও তার ভাই মিন্টু ফের ২ দিনের রিমান্ডে মেয়র মীরু ও তার ভাই মিন্টু ফের ২ দিনের রিমান্ডে-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় দ্বিতীয় দফায় পৌর মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি মীরুসহ এ মামলার ছয় আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর তদন্তের স্বার্থে ২০ ফেব্রুয়ারি মেয়র ও তার ভাই মিন্টুর আবারও সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তিনি। মঙ্গলবার শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ হয়। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।