ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক, যুবক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাজধানীতে অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক, যুবক উদ্ধার

ঢাকা: রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অস্ত্র ও গুলিসহ অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব-২) সদস্যরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সকালে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে ইমন নামে এক যুবককে অপহরণ করা হয়।

পরে অপহরণকারীরা ওই যুবকের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে তারা বিষয়টি র‌্যাবকে জানান।

পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে ৠাব সদস্যরা আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করে।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ‍জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরটি/এসটি/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।