ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা খুন, আ’লীগ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
চৌদ্দগ্রামে যুবলীগ নেতা খুন, আ’লীগ নেতা কারাগারে

কুমিল্লা: আলকরা ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাচ্চু জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে তার সহযোগীরা ২০১৬ সালের ৮ জানুয়ারি (শুক্রবার) রাতে পদুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যুবলীগ নেতা জামালকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ইসমাইল হোসেন বাচ্চুকে প্রধান আসামি করে ২৮ জনের নামে হত্যা মামলা করা হয়। ওই মামলায় বাচ্চু প্রথমে উচ্চ আদালত থেকে, মেয়াদ শেষ হলে উচ্চ আদালত থেকেও জামিন নেন। তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিন (সোমবার) তিনি আদালতে আত্মসমর্পন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।