ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে দুলাভাই-শ্যালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
অজ্ঞান পার্টির খপ্পরে দুলাভাই-শ্যালক

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বরে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ৮০ হাজার টাকা খুইয়েছেন। তারা হলেন- সরোয়ার জাহান (৪৪) ও তার শ্যালক আকাইদ হোসেন (১৬)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।

সরোয়ারের ছেলে ইশরাক জাহান জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

তার বাবা টঙ্গির একটি কোম্পানিতে চাকরি করেন। বিকালে তার মামা আকাইদ গ্রাম থেকে ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে নামেন। তার বাবা সরোয়ার তাকে আনতে সেখানে যান। পরে বাসে মিরপুরের বাসায় ফেরার সময় বাসের ভেতরে দু’জনই অজ্ঞান পার্টির খপ্পরে পরে।

পরে বাসটি মিরপুর ১ নম্বরে এলে অচেতন অবস্থায় তাদেরকে নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সরোয়ার জাহানের স্ত্রী শবনম আক্তার তাদের দু’জনকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

শবনম আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামীর কাছে বেতনের ৮০ হাজার টাকা ছিল, তা পাওয়া যয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, তাদের দু’জনকে পাকস্থলি পরিস্কার করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ