ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাইভেটকার চালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আশুলিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাইভেটকার চালকের মৃত্যু

আশুলিয়া, সাভার: আশুলিয়ার বাড়ইপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল আজিজ নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল আজিজের বাড়ি বরিশালে।

তিনি কামারাঙ্গীচর এলাকায় থেকে ভাড়ায় প্রাইভেটকার চালাতেন।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় কামারাঙ্গীচর থেকে আশুলিয়ার নন্দনপার্ক এলাকার একটি গার্মেন্টসে যাওয়ার কথা বলে কয়েকজন লোক প্রাইভেটকারটি ভাড়া নেন। রাতে আশুলিয়ার বাড়ইপাড়া নন্দনপার্কের কাছে এলে তারা চালককে গাড়ি নিয়ে অপেক্ষা করতে বলে। পরে মধ্যরাতে তারা কিছু খাইয়ে আব্দুল আজিজকে অচেতন করে রাস্তার পাশে ফেলে রেখে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যান। এসময় স্থানীয়রা আব্দুল আজিজকে পড়ে থাকতে দেখে একটি ক্লিনিকে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তবে এ ব্যাপারে কিছু জানে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।