ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
হাতীবান্ধায় ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কানিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই মাদক বিক্রেতা হলেন- উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের নূর আমিনের ছেলে মোফাজ্জল হোসেন (২৮) ও একই উপজেলার সিংগিমারী গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মাঈদুল ইসলাম (২৭)।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) ন‍ূর আলম বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কানিপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতা মোফাজ্জল ও মাঈদুলকে আটক কর‍া হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ডাবলু বাংলানিউজকে জানান, তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।