ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগাতিপাড়ায় দোকান পুড়ে সাত লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বাগাতিপাড়ায় দোকান পুড়ে সাত লাখ টাকার ক্ষতি

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের পাইলট স্কুল মার্কেটে সৃজন ফ্যাশন নামে একটি তৈরি পোশাকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী কর্মকর্তা নূর মোহাম্মদ বাংলানিউজকে জানান, দোকান মালিক আফতাব আলম খান দুপুরে দোকান বন্ধ করে খাওয়ার জন্য বাড়ি যান। এর কিছুক্ষণ পর তার দোকানে আগুন লাগে। টের পেয়ে মার্কেটের অন্য দোকানদাররা দয়ারামপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দোকানের ভেতরে থাকা সব মালপত্র পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।

এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।