ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
রাঙামাটিতে আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন রাঙামাটিতে আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন

রাঙামাটি: রাঙামাটিতে দিনব্যাপী আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।

সংগঠনটির জেলার আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল টিপু, সহ-সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রমুখ।

প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত পাহাড়ে শান্তি-সম্প্রতি বজায় থাকবে না। অবৈধ অস্ত্র উদ্ধারে মিলেমিশে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।