ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার পৌর শহরের আবুল মহসিন বট মিয়া মাঠে দু’গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক আহত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময় সংঘর্ষ চলছিল। এর আগে দুপুর ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এতে প্রায় শতাধিক আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

আহতদের স্থানীয় ও সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, এখনও সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে অনেকেই আহত হয়েছে বলে  শুনেছি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।