ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে ২৭ পেট্রোল বোমা ও ৪৮ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
মাধবপুরে ২৭ পেট্রোল বোমা ও ৪৮ ককটেল উদ্ধার ২৭ পেট্টোল বোমা ও ৪৮ ককটেল উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ওই গ্রামের সীমান্তবর্তী এলাকার পরিত্যক্ত একটি টয়লেট থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়।

বিজিবি’র শ্রীমঙ্গল ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার (৩০) বাড়ির বাইরে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়।

এগুলো একটি স্কুল ব্যাগের ভেতরে রাখা ছিল।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।