ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিআইএস কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বিআইএস কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা/ ছবি: সংগৃহীত

ঢাকা: ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ ইন্টারন্যাশন্যাল স্কুল অ্যান্ড কলেজে (বিআইএস) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকরা জড়ো হয়ে কালো ব্যাজ ধারণ করেন।

এ সময় কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

একুশের প্রভাত ফেরিতে অধ্যক্ষ কর্নেল মো. আনিসুর রহমান চৌধুরী (অব.) সহ সবাই খালি পায়ে স্কুলের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর এবং ৩টি হাউসের প্রধানদের সঙ্গে শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।