ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিরনিদ্রায় শায়িত কবি ওয়াহিদ রেজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
চিরনিদ্রায় শায়িত কবি ওয়াহিদ রেজা চিরনিদ্রায় শায়িত কবি ওয়াহিদ রেজা-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: কবি ওয়াহিদ রেজাকে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানালো নারায়ণগঞ্জবাসী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কবির মরদেহ রাখা হয়।  

সেখানে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমীন হাবিব বিন্নী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলসহ বিভিন্ন ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

 

রোববার বাদ আসর নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া জামে মসজিদে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কবিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাসদাইর এলাকার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
 
ওয়াহিদ রেজা ১৯৫৬ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। সাহিত্যের বাইরেও তিনি বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলার অন্যতম সংগঠক ছিলেন।
 
ওয়াহিদ রেজা ঢাকা মেডিকেল কলেজ থেকে ডেন্টালে পড়ালেখা করেন। ১৯৮১ সালের ডেন্টাল চিকিৎসার ওপর উচ্চতর ডিগ্রি অর্জনে জার্মানিতে যান। ১৯৮৬ সালে দেশে ফিরে নারায়ণগঞ্জে ডাক্তারি পেশা শুরু করেন।
 
স্কুলজীবন থেকেই তার লেখালেখির শুরু। ১৯৭৬ সালে প্রথম ‘স্লোগান’ নামে সাহিত্য সংকলন বের করেন ছোট আকারে। ১৯৭৮ সালের একুশে ফেব্রুয়ারি সাহিত্য পুরস্কার পান তিনি। ১৯৮৪ সালে প্রথম কবিতার বই ‘দাঁড়াও কথা আছে’ প্রকাশ করেন।  
   
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭ 
আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।