ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
রাঙামাটিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ রাঙামাটিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে ১৪০ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জীবতলী ইউনিয়ন কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার রাকেশ চাকমা, জীবতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুদত্ত কার্বারী প্রমুখ।

চেয়ারম্যান সুদত্ত কার্বারী বাংলানিউজকে বলেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধিনে চার মেট্রিক টন (২৮০ কেজি) চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।