ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভারতে অনুপ্রবেশের দায়ে ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ভারতে অনুপ্রবেশের দায়ে ২ যুবক আটক

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে সীমান্ত আইনে বিরামপুর থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. ওলি আহম্মেদ (৩২) ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড়ের আব্দুল খালেক মিয়ার ছেলে ও মো. রনি (২৮) নবাবগঞ্জ উপজেলার ভাগালপুর (জয়পুর) এলাকার মো. নুরুল হুদার ছেলে।

ঘাসুড়িয়ার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাঈল হোসেন বাংলানিউজকে জানান, সীমান্তের মেইন পিলার ২৮৯/২২ এস দিয়ে ভারতে প্রবেশকালে ওই দু’যুবককে আটক করা হয়।

দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক হোসেন সহরোয়ারদি বাংলানিউজকে জানান, দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাদের আদালতে পাঠায়। পরে সন্ধ্যায় আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।