ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলায় পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ভোলায় পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু ভোলায় পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু-ছবি: বাংলানিউজ

ভোলা: পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার- এ স্লোগানকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে পাসপোর্ট সেবা সপ্তাহ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, সহকারী হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর আলম, ডাটা এন্ট্রি অপারেটর সাইফুল ইসলাম, রেকর্ড কিপার রবিউল ইসলাম প্রমুখ।


এদিকে, প্রধান অতিথি ফিতা কেটে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পাসপোর্ট সপ্তাহ উপলক্ষে জেলা আঞ্চলিক অফিসকে নান্দনিক সাজে সাজানো হয়েছে।

ভোগান্তি ছাড়াই পাসপোর্ট সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে মতামত ও পরামর্শ দেন এ অনুষ্ঠানে আসা সুশিল সমাজের জনগণ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।