ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে নির্বাচনী সহিংসতার পর রুদ্ধদ্বার বৈঠক, অবরোধ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
সিলেটে নির্বাচনী সহিংসতার পর রুদ্ধদ্বার বৈঠক, অবরোধ প্রত্যাহার সিলেটে নির্বাচনী সহিংসতার পর রুদ্ধদ্বার বৈঠক, অবরোধ প্রত্যাহার/ ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সহিংসতার পর রুদ্ধদ্বার বৈঠক করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার তাজপুরের কদমতলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের নির্বাচনী কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ নেতারা।

ঘটনার পর নৌকা মার্কার সমর্থকরা সড়ক অবরোধ করে রাখেন।

অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) কবির আহমদ দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে বিকেল ৩টায় অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অবরোধকারী জনতা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর সমর্থক উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমদকে গ্রেফতারের দাবি জানান।

রোববার সকাল সাড়ে ১০টায় সাদীপুর ইউপির বাংলাবাজার হাতানিপাড়ায় উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে ঘোড়া প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরী ও নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের মৃত শরফ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আরও ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরে জরু‍রি ভিত্তিতে অস্ত্রপচার চলছে।

** সিলেটে নির্বাচনী সহিংসতায় কিশোর নিহত, আহত শতাধিক

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।