ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বান্দরবানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন বান্দরবানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

বান্দরবান: বান্দরবানে নানা আয়োজনে ‘প্রাণি সপ্তাহ সেবা- ২০১৭’ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ চত্ত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু মারমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, পৌর মেয়র মো. ইসলাম বেবী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান, মৎস কর্মকর্তা মো. এনায়েত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

এছাড়াও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন এলাকা থেকে আসা পোল্ট্রি ও ডেইরি খামারের মালিক প্রতিনিধিরা শোভাযাত্রায় অংশ নেন।

পরে জেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।