ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে চায়ের দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
গোবিন্দগঞ্জে চায়ের দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার    

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চায়ের দোকান থেকে শিয়াম মিয়া (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিয়াম মিয়া উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, শিয়াম তার বাবা রফিকুল ইসলামের সঙ্গে চায়ের দোকান চালাতেন। শনিবার রাতে দোকান বন্ধ করে শিয়ামকে দোকানে রেখে তার বাবা বাড়িতে যান। পরদিন সকালে দোকান খুলে শিয়ামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে হয়।

ওসি আরও জানান, কেউ শিয়ামকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।