ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: বাস চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে খুলনা বিভাগের ১০ জেলায়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বিভাগের সব রুটে এ ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি।

ধর্মঘটের ফলে দূরপল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ধর্মঘট শুরু হওয়ার পর খুলনা বিভাগের সর্ববৃহৎ বাস টার্মিনাল সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দ‍ূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। অনেক যাত্রীকে স্ট্যান্ডে এসে ফিরে যেতে দেখা গেছে।

দিঘলিয়া এলাকার স্বর্ণালী নামে এক যাত্রী বাংলানিউজকে বলেন, পরিবহন ধর্মঘট চলছে তা জানা ছিলো না। বাসস্ট্যান্ড এসে ফিরে যেতে হচ্ছে।  

খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা বাংলানিউজকে বলেন, সর্বাত্মকভাবে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।

তিনি জানান, তাদের এ দাবির সঙ্গে একমত হয়ে গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীসহ আরও ৬টি জেলায়ও পরিবহন ধর্মঘট পালন করছেন সেখানকার শ্রমিক নেতারা।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

জামির হোসেনের মুক্তির দাবিতে এ ঘর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমআরএম/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।