ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ‍সোয়া ৭টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। ছাত্র পরিষদের অবস্থানের কারণে শাহবাগ মোড় ঘিরে থাকা সড়কগুলোতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা দাবি তোলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। চাকরির বাজারে প্রতিযোগিতার কারণে এই বয়সসীমা বাড়ানো এখন সময়ের দাবি।

মোড়ে অবস্থানের আগে ছাত্র পরিষদ জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে দাবি-দাওয়া জানিয়ে বক্তৃতার পর তারা অবস্থান নেয় শাহবাগ মোড়ে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।