ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিশ্বের দুই মহানায়ক ম্যান্ডেলা-বঙ্গবন্ধু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বিশ্বের দুই মহানায়ক ম্যান্ডেলা-বঙ্গবন্ধু মেধাভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. ইব্রাহিম হোসেন খান/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বিশ্বে মহানায়ক দু’জন। একজন বঙ্গবন্ধু আর একজন নেলসন ম্যান্ডেলা। এমন মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম হোসেন খান।

তিনি বলেন, নেলসন ম্যান্ডেলা আফ্রিকার জন্য লড়াই করেছেন আর বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অ্যারাইজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মেধাভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে ৬০ মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, সাবেক এমএনএ ও এমপি অধ্যাপক আ ন ম নজরুল ইমলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএএএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।