ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

রাজবাড়ী: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) কামরুন নাহার চৌধুরী লাভলী। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ্য সবল মেধাবী জাতি’।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কামরুন নাহার চৌধুরী লাভলী ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গণেশ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষি অফিসার মো. রকিব উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আছাদুজ্জামান ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহ্সান বক্তব্য দেন।

পরে দুপুরে জেলা শহরের প্রত্যয় স্কুলে `স্কুল ফিডিং’ কার্যক্রম এবং জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।