ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ১৮ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বেনাপোল সীমান্তে ১৮ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৮ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- নড়াইলের চন্ডিতলা গ্রামের হরিদাস পালের ছেলে শুধাংশু পাল (৫৫), একই এলাকার অনিল পালের ছেলে নির্মল পাল(৩২), নির্মল পালের স্ত্রী শ্যামলী পাল (২৬), তাদের শিশু সন্তান সৌরব পাল (১২), সুপাল পাল (৯), নড়াইলের দিঘলিয়া গ্রামের গবিন্দ কুমার পালের স্ত্রী আরতি রানী পাল (৩৫), তাদের সন্তান সীমা রানী (১২), তারক কুমার পাল (১০), ইতি রানী (৮), অরশিদ কুমার পালের স্ত্রী শীলা নারী পাল (২৫), তাদের সন্তান রনজিত কুমার পাল (১০) ও স্বপন পোদ্দারের ছেলে শুকান্ত পোদ্দার (১৮), নড়াইলের ঘষিবাড়িয়া গ্রামের নিরোঞ্জন কুমার পালের ছেলে হরিদাস কুমার পাল (৩০), হরিদাস কুমার পালের স্ত্রী ছবি নারী পাল (২৬), তাদের সন্তান প্রভাত নারী পাল (১১), মহারাজ কুমার পাল (১০), নড়াইলের সিঙ্গীয়া গ্রামের সঞ্জয় কুমার পালের স্ত্রী সুসমিতা রানী পাল (২৬), তাদের সন্তান কৃষ্ণা রানী পাল (০৫)।

২১ ব্যাটালিয়নের পুটখালি  বিজিবি ক্যাম্পের সুবেদার শ্রী হরে কৃষ্ণ রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই অবৈধভাবে একদল নারী-পুরুষ সীমান্ত পথে ভারতে ঢুকছে। পরে বিজিবি সদস্যরা অভিযান  চালিয়ে পুটখালী চরের মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করে।

এর আগে বিজিরি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলেও  জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।