ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সিরামিক কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
গাজীপুরে সিরামিক কারখানায় আগুন

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানার কার্টনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

গাজীপুর ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কারখানার চারতলা ভবনের তৃতীয় তলার কার্টনের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ফায়ার স্টেশনে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশন থেকে আসা চারটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। আগুনে কেউ আহত হয়নি।  বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে গুদামে থাকা কার্টন পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।