ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

১২শ' বস্তা সিমেন্ট নিয়ে মোরেলগঞ্জে ট্রলার ডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
১২শ' বস্তা সিমেন্ট নিয়ে মোরেলগঞ্জে ট্রলার ডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ স্টিমার ঘাট সংলগ্ন পানগুছি নদীতে ১২শ' বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার (ভলগেট) ডুবে গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নৌযানটির চালকসহ দু'জনকে পানগুছি নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ ইউনিটের সদস্যরা।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হায়দার আলী আকন বলেন, স্টিল বডির নৌযানটি মংলা থেকে শরণখোলার দিকে যাচ্ছিল। পথে মোরেলগঞ্জে কিছু সিমেন্ট নামিয়ে যাওয়ার কথা ছিলো।

কিন্তু আগ মুহূর্তে ট্রলারটি মোরেলগঞ্জ স্টিমার ঘাটের কাছে নদীর পাড়ের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান বলেন, ট্রলার ডুবির ঘটনা একজন নিখোজ ছিল। পরে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা পানগুছি নদী থেকে উদ্ধার করে। ট্রলারটিতে ১২শ' বস্তা সিমেন্ট ছিলো বলে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।