ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে আহত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
রাজশাহীতে আহত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক একেএম খালেক উজ্জামানের (৫৭) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় আটক অটোরিকশা চালক মহানগরীর তালাইমারী এলাকার ইসলাম আলীর ছেলে রজব আলীকে (৩৫) বর্তমানে থানায় রাখা হয়েছে। মামলা দায়েরের পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর কেদুর মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন খালেক উজ্জামান। তার বাড়ি রংপুর জেলার সদর থানার পাকার মোড় এলাকায়।

অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তা রাজশাহী মহানগরীর কেদুর মোড় এলাকায় মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসএস/জিপি/জেডএস

** অটোরিকশার ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।