ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এপ্রিলের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর ভারত সফর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এপ্রিলের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। ছবি: পিআইডি

ঢাকা: আগামী এপ্রিলের প্রথমার্ধে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর তার উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর।

এর আগে, কয়েক দফায় প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা শোনা গেলেও নানা কারণে তা ঝুলে যায়।

এবার সেই সম্ভাব্য সফরের সূচি এবং সফরের আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রাথমিক আলোচনা করতে বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকায় আসেন জয়শঙ্কর। বিকেলেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে দেখা করেন।  

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানালেন।

সাক্ষাতকালে জয়শঙ্কর প্রধানমন্ত্রীকে বলেন, আপনার সফরের জন্য ভারতের সরকার ও জনগণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এ সফরের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো জোরদার হবে।
 
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের চাহিদার ভিত্তিতে আরো উন্নয়ন প্রকল্পে অংশ নিতে ‍চায় ভারত।
 
তিনি বলেন, এ সফর কানেকটিভিটিসহ পারস্পরিক সম্পর্ক ও উন্নয়ন উদ্যোগের বিষয়ে মূল ফোকাস থাকবে।
 
সীমান্ত ও ছিটমহল সমস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে আমরা যেকোনো সমস্যা সমাধান করতে পারি।
 
দুই দেশের মানুষের মধ্যে কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
 
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যান চলাচলে চুক্তি বাস্তবায়নে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
 
গত সার্ক সম্মেলন স্থগিত হওয়ার পর স্থবির হয়ে পড়া সার্ক প্রসঙ্গ তোলেন ভারতের পররাষ্ট্র সচিব। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি নিঃশেষ হয়ে যেতে দিতে পারি না’।
 
সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধণ শ্রিংলাও।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭/আপডেট: ২১০৪ ঘণ্টা
এমইউএম/এইচএ/জেডএস

আরও পড়ুন
** ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর ঢাকায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।